আপনার জিজ্ঞাসা
জানিয়ে দোয়া করা কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৯২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে লুৎফুর রহমান জানতে চেয়েছেন, জানিয়ে দোয়া করা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
জানিয়ে দোয়া করা কি জায়েজ?
উত্তর : প্রথম কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে অবশ্যই যেন তা না জানিয়ে হয়। না জানিয়ে দোয়া করার ফজিলত এত বেশি যে, তখন আল্লাহর ফেরাশতারাও পক্ষ হয়ে দোয়া করেন। যে দোয়া টুকু করেছেন সেটা আল্লাহ কবুল হিসেবে তাকে ফেরত দেবেন। না জানিয়ে দোয়া করাটা অনেক গুরুত্বপূর্ণ। তাই এই দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সমাজে দেখা যায় মতলব হাসিল করার জন্য দোয়া করেন। অনেকের কাছে যায় বা ফোন করে বলে যে আপনার জন্য মন ভরে দোয়া করছি। এটা অনেকটা গুরুত্ব পাওয়ার জন্য করা হয়। তার এই দোয়া টুকু আল্লাহর কাছে দোয়া হিসেবেই যোগ্য হবে না। কারণ এটার মধ্যে রিয়া বা প্রচার রয়েছে। তাই এটি সঠিক পদ্ধতি নয়। এ ছাড়া এর মধ্যে খোটা দেওয়ার লক্ষণ আছে। তাই এটা সঠিক নয়। তৃতীয়ত, কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করেছেন প্রসঙ্গত সেই ব্যক্তি আপনার কাছে দোয়া চেয়েছেন তখন তার মানসিক প্রশান্তি বা তার মানসিক প্রশান্তির জন্য আপনি তাকে বলতে পারেন। তখন তিনি প্রশান্তি পেতে পারেন। এই কাজে হলে তাকে জানানো জায়েজ আছে। কিন্তু দোয়াকে প্রচার করা একদমই উচিত নয়। কারণ যখন এটাকে প্রচার করা হবে তখন ইবাদতটাই নষ্ট হয়ে যাবে।