আপনার জিজ্ঞাসা
জামাতে ঈমামের আগে সালাম ফেরানো কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০১৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে ফরিদ আহমেদ জানতে চেয়েছেন, জামাতে ঈমামের আগে সালাম ফেরানো কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জামাতে ঈমামের আগে সালাম ফেরানো কি জায়েজ? কেউ যদি ঈমামের আগেই সালাম ফিরিয়ে ফেলেন তাহলে কি তার সালাত হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জামাতে গিয়ে যদি আপনি ঈমাম সাহেবের আগেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলেন তাহলে এখানে কি হলো! এখানে তো আপনার সালাতটাই হলো না। এটা তো নিয়ম নয়। আর দ্বিতীয়ত, এই প্রশ্নটিই আমার কাছে সঠিক মনে হয় না। কারণ, জামাতে গিয়ে কেন ঈমামকে অনুসরণ করবে না! এমন মুক্তাদির পাওয়া মুশকিল। যদি এমন কেউ ব্যতিক্রম হয়েও থাকেন তার নামাজ হবে না। এটাই স্পষ্ট কথা।