আপনার জিজ্ঞাসা
তারাবির সালাত সুন্নাত না কি নফল?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, তারাবির সালাত সুন্নাত না কি নফল? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তারাবির সালাত সুন্নাত না কি নফল?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নফল-সুন্নাত ক্যাটাগরি এক। তাই আপনি এটিকে সুন্নাত বলতে পারেন। আলেমদের মধ্যে কেউ কেউ সুন্নাত বলেছেন। আবার কেউ কেউ সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। এটা দিয়ে তারাবির সালাতের গুরুত্ব বোঝানো হয়। কিন্তু মূল কথা হলো, তারাবির সালাত সুন্নাত।