আপনার জিজ্ঞাসা
তায়াম্মুম করার সঠিক নিয়ম কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫২৭তম পর্বে তায়াম্মুম করার সঠিক নিয়ম কী, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন খালিদ আরিফিন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : তায়াম্মুম করার সঠিক নিয়ম কী? কতবার মাসেহ করতে হয়? মাটিতে হাত কতবার রাখতে হয়?
উত্তর : তায়াম্মুম করার পদ্ধতি অনেক সহজ। আপনি শুধু মাটিতে একবার হাত রাখবেন এরপর মুখমণ্ডল একবার মাসেহ করবেন। আর ডানহাত দিয়ে বামহাত এবং বামহাত দিয়ে ডানহাত কবজি পর্যন্ত মাসেহ করবেন। এটাই হচ্ছে তায়াম্মুম। শুরুতেই তাহারাতের নিয়ত করবেন। এর জন্য বড় ধরনের কোনো জটিলতা নেই যে, দুবার বা তিনবার হাত মাখতে হবে, মুছতে হবে। অজুর বিকল্প হিসেবে আল্লাহুতায়ালা এটা একেবারেই সহজ করে দিয়েছেন।