আপনার জিজ্ঞাসা
দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০১১তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয়? যদি হয়ে থাকে, তাহলে ভাগ্যের পরিবর্তন হয় তাহলে কোন বিষয়গুলো হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন নিয়ে যে হাদিস রয়েছে তাতে লেখা আছে সেটা হলো, দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। এখন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেসব নির্ধারণ করা হয়ে থাকে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এর দুটি দিক রয়েছে। একটি হলো, বান্দার দিক থেকে সম্পৃক্ত। যেটা দোযার মাধ্যমে পরিবর্তন হয়। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পৃক্ত সেটার পরিবর্তন নেই। সেটা যা আছে তাই হবে। যা কোরআনে লিখা আছে তাই নির্দিষ্ট। এসবের কোনো পরিবর্তন নেই। যখন বান্দার সাথে পরিবর্তন রিলেট করা হবে তখন সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এখানে বুঝার ব্যাপার আছে যে এখানে কিসে পরিবর্তন হবে আর কিসে পরিবর্তন হবে না। বুঝতে হবে যে, যেটা শুধুমাত্র বান্দার সঙ্গে সম্পৃক্ত সেটার কোনো পরিবর্তন নেই।