আপনার জিজ্ঞাসা

নামাজের মধ্যে হাসলে কি অজু নষ্ট হয়?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৪৭৬তম পর্বে নামাজের মধ্যে হাসলে অজু নষ্ট হয় কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন হৃদয় সরকার। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নামাজের মধ্যে হাসলে কি অজু নষ্ট হয়?

উত্তর : হাসি অজু নষ্টের কারণ নয়। নামাজের মধ্যে হাসেন বা নামাজের বাইরে হাসেন, এর কারণে অজু নষ্ট হবে না। এটা বিশুদ্ধ বক্তব্য। সালাতের মধ্যে যদি কেউ অট্ট হাসি দেন, তাহলে অজু নষ্ট হবে বলে একদল ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। কিন্তু এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ যদি সালাতের মধ্যে অট্ট হাসি অজু ভঙ্গের কারণ হয়, তাহলে সালাতের বাইরেও এটি অজু ভঙ্গের কারণ হবে। কিন্তু সালাতের বাইরে তাঁরা এটিকে অজু ভঙ্গের কারণ হিসেবে আখ্যায়িত করেননি।