আপনার জিজ্ঞাসা

নারীদের ঈদগাহে সালাত আদায় করা কি ঠিক?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৩০১৭তম পর্বে ইমেইলের মাধ্যমে ঢাকা থেকে শাওন ইসলাম জানতে চেয়েছেন, নারীরা ঈদগাহে সালাত আদায় করতে পারবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : মেয়েরা কি ঈদগাহে সালাত আদায় করতে পারবে?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মেয়েরা ঈদগাহে গিয়ে সালাত আদায় করতে পারবে। এটা নিয়ে হাদিসে বলা আছে, রাসুল (সা.) নারীদের ঈদগাহে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। যে কোনো বয়সের নারীদের ঈদগাহে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। মিনস বা বৃদ্ধ অবস্থাতেও যেতে পারবে। তখন তারা নামাজে অংশ নিতে না পারলেও দোয়ার অংশ হবেন। তাই নারীদের জন্য ঈদগাহে আলাদা ব্যবস্থা করা উচিত। ঈদগাহের আয়োজকদের এটি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। যদি না করেন তারা তাহলে আয়োজকরা গুনহার হবে। ইসলামে নারীদেরও ঈদগাহে যাওয়ার কথা বলা হয়েছে এটি স্পষ্ট।