আপনার জিজ্ঞাসা

পান খাওয়া কি হারাম?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৬১৪তম পর্বে পান খাওয়া হারাম কি না, সে বিষয়ে চট্টগ্রাম থেকে ই-মেইলে জানতে চেয়েছেন সামিউল হাসান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের নানি-দাদিরা পান খান। পানের সঙ্গে যে চুন এবং সাদা পাতা বা তামাক খায়, এটা কি হালাল না হারাম? মানুষ ধুমপান করে এটা কিন্তু হারাম। তাহলে পান খাওয়া কি হারাম?

উত্তর : পান পাতাকে হারাম বলার কোনো সুযোগ নেই। কারণ এর কোনো দলিল নেই। এর মধ্যে ক্ষতিকর কোনো কিছু পাওয়া যায়নি। চুনের কিছু ক্ষতিকর দিক রয়েছে। কিন্তু চুন খাওয়া জায়েজ। তামাক পাতা সব দিক থেকে ক্ষতিকর। সুতরাং, তামাক, জর্দা—এগুলোর মধ্যে মাদকতা রয়েছে, ক্ষতির দিকও আছে, যা খাওয়া একদম হারাম। যে জিনিসগুলো খেলে বা পান করলে ক্ষতি হয়, সেগুলো ইসলামী শরিয়তের মধ্যে হারাম করা হয়েছে।