আপনার জিজ্ঞাসা

পা ও হাত খোলা রেখে পুরুষের সামনে যাওয়া যাবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৪২১তম পর্বে পা ও হাত খোলা রেখে পুরুষের সামনে যাওয়া যাবে কি না, সে বিষয়ে চট্টগ্রাম থেকে ই-মেইলে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নামাজের সময় পা ঢাকা থাকবে। আর যদি পা ও হাত খোলা থাকে, তাহলে কি ওই অবস্থায় পুরুষের সামনে যাওয়া যাবে?

উত্তর : একদল ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, পা ও হাতের কবজি খোলা অবস্থায় পুরুষের সামনে যেতে পারবেন। এটি সতরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কারণ, আপনার প্রয়োজন মেটানোর জন্য আপনাকে তো অবশ্যই হেঁটে যেতে হবে। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে যে আপনি পা খোলা রাখতে পারবেন। তবে এখানে পায়ের উপরিভাগকে বোঝানো হয়েছে। পা খোলা রাখবেন এর মানে এটা নয় যে, আপনি পায়ের গিরা পর্যন্ত পুরা খোলা রাখবেন। এটা আপনার জন্য জায়েজ নেই। মুসলিম নারীরা চেষ্টা করবেন যথা সম্ভব তাদের সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য। পর্দার অর্থ এই নয় যে শুধু কাপড় পরে থাকা। পর্দার লক্ষ্য বা মূল বিষয় হলো সৌন্দর্যকে ঢেকে রাখা।