ফরিদপুরে ৭ দিনব্যাপী মহানামযজ্ঞ

Looks like you've blocked notifications!
ফরিদপুরের চাঁদপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তরা। ছবি : এনটিভি

দেশের কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে সাত দিনব্যাপী মহানামযজ্ঞ চলছে। গত শনিবার রাত থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠান আজ বুধবার ভোররাতে অষ্টকালীন লীলা কীর্তনের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে।

উৎসব আয়োজন কমিটির সভাপতি ডা. সুনিল কুমার দাস জানান, অনুষ্ঠানে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম, অষ্টকালীন গান ছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার ভোর থেকে আজ ভোর পর্যন্ত অষ্টকালীন গান পরিবেশন করেন দেশের বিখ্যাত অষ্টকালীন শিল্পী অমল ব্যানার্জি, শ্রীমতি ঝর্ণা রাণী ও শ্রী ধর্মদাস সরকার। উক্ত সাত দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা গান শুনতে আসেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১১৮ বছর ধরে ফরিদপুরের চাঁদপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।