আপনার জিজ্ঞাসা

বিপদে দিশেহারা হয়ে পড়লে নিজেকে নিয়ন্ত্রণের কোনো আমল আছে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। 

‘আপনার জিজ্ঞাসা’ রমজানের বিশেষ আয়োজনের চতুর্থ পর্বে ঢাকা থেকে টেলিফোনে একজন জানতে চেয়েছেন, বিপদে দিশেহারা হয়ে পড়লে নিজেকে নিয়ন্ত্রণ করার কোনো আমল আছে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। 

প্রশ্ন  : বিপদে দিশেহারা হলে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো আমল আছে কিনা? 

উত্তর : প্রতিটি কাজের জন্যই আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। আপনি সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিন্তু এর আগে আপনার সবার আগে ধৈর্য ধরতে হবে। কোনো রকম অভিযোগ করতে পারবেন না। দ্বিতীয়ত আপনি নিজের কাজের জন্য তওবা করবেন।

আল্লাহপাক কুরআনে স্পষ্ট বলেছেন, যেকোনো বিপদের জন্য আল্লাহর বান্দারা তার কাছে এস্তেগফার করবেন। এর জন্য অনেক দোয়া আছে সেগুলো শিখে নিতে পারেন। এসব দোয়া আপনার পড়তে হবে।