আপনার জিজ্ঞাসা
বেনামাজির সঙ্গে চলাফেরা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০০৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বেনামাজির সঙ্গে চলাফেরা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বেনামাজির সঙ্গে চলাফেরা নিয়ে ইসলাম কী বলে? এদের সাথে চলাফেরা-খাওয়ার খাওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে, এ সমস্ত ব্যক্তির সঙ্গে চলাফেরা করা বা খাওয়া-দাওয়া করা ইসলামি শরিয়াতে নিষিদ্ধ বা হারাম নয়। যদি হারাম কোনো খাবার না হয়ে থাকে তাহলে আপনি কাজের দায়ে তাদের সঙ্গে খেতে পারবেন। এটা হারাম নয়। কিন্তু এ ধরনের ব্যক্তির সঙ্গে চলাফেরা করাটা ঈমানদার ব্যক্তির জন্য খুব ঝুঁকিপূর্ণ। কারণ, তিনি চলাফেরা করতে করতে নিজের সত্তা থেকে বিচ্যুত হতে পারেন। তাই তাদের সাথে চলাচল করা মাকরুহ। যার সাথে আপনার ঈমান ও আকিদার সঙ্গে মিল থাকবে তাদের সঙ্গে চলাটাই উত্তম। যারা নামাজ পড়ে না তারা তো কাফির। তাই তাদের থেকে দূরে থাকাটাই উত্তম। এটি হারাম কাজ নয়, আপনি চাইলে চলতে পারেন কিন্তু না চলাটাই ভালো।