আপনার জিজ্ঞাসা

মনে মনে দরুদ শরিফ পড়লে কি সওয়াব হবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৫৪১তম পর্বে মনে মনে দরুদ শরিফ পড়লে সওয়াব হবে কি না, সে বিষয়ে মাদারীপুর থেকে ই-মেইলে জানতে চেয়েছেন সিগমা আলম তিশা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : মনে মনে দরুদ শরিফ পড়লে কি সওয়াব হবে?

উত্তর : মনে মনে উচ্চারণ করছেন কিন্তু আওয়াজ করেননি, তাহলে এটাকে পড়া বলা হবে। এই ক্ষেত্রে সওয়াব অবশ্যই পাবেন। কিন্তু শব্দ হওয়াটা উত্তম। শুধু নিজে শোনা যায় এতটুকু শব্দ হলে ভালো হয়। মনে মনে বলতে আরেকটা জিনিস বোঝায় সেটা হচ্ছে, কোনো ধরনের শব্দ নেই, উচ্চারণ নেই, জিহ্বা নাড়ানো নেই, ভাবার মতো হয়, তাহলে এটাকে পড়া বলা হবে না এবং এর জন্য সওয়াব হবে না।