আপনার জিজ্ঞাসা
মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ জানানো যাবে কি?
‘নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২২তম পর্বে ই-মেইলের মাধ্যমে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, মৃত্যুর সংবাদ মসজিদের মাইক দিয়ে এলাকায় জানানো যাবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কারও মৃত্যুর সংবাদ মাইক দিয়ে এলাকায় জানানো যাবে কি? অথবা মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ জানানো যাবে কি?
উত্তর : মসজিদের মাইকে কিংবা মাইকে পুরো এলাকায় কারও মৃতুর খবর জানানো—কোনোটিই জায়েজ নেই। মসজিদের মাইক দিয়ে মৃত্যুর খবর জানানো নিষেধ। অন্যটিও জায়েজ নেই। প্রয়োজনীয় ব্যক্তিদের দরকার হলে খবর পাঠানো যেতে পারে। আমাদের সমাজে ব্যাপকভাবে মাইকে জানানো হয়ে থাকে। কিন্তু, রাসুল (সা.) এটি পছন্দ করেন না। যাঁরা আছেন তাঁদের খবর পাঠালেই হয়। এটা মাইকে প্রচার করার বিষয় নয়। মাইকিং করলে সমাজে অনেক অসুস্থ মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছেন, তাঁরা ভয় পেতে পারেন। মৃত ব্যক্তির খবর মোটেই মাইকে প্রচার করার বিষয় নয়। এটি জায়েজ নেই। এখন বিভিন্ন মাধ্যমে খবর জানানো যায়। সেসব মাধ্যমে খবর পাঠালেই হয়।