আপনার জিজ্ঞাসা
মেয়েরা চুলের স্টাইল করলে কি কাফের হয়ে যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫৭২তম পর্বে মেয়েরা চুলের স্টাইল করলে কাফের হয়ে যাবে কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন কুইন কানিজ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : মেয়েরা চুল ফুলিয়ে যে হেয়ার স্টাইল করে, তাতে কি কাফের হয়ে যাবে?
উত্তর : স্টাইলের যে কথাটি বলেছেন, তা অবশ্যই ইসলামী কালচার থেকে আসেনি। এখানে এক প্রকারের সাদৃশ্য রয়েছে ইসলামের নিষিদ্ধ কাজের সঙ্গে, যেটা নবী করিম (সা.) অপছন্দ করেছেন। চুলের একটা স্টাইলকে রাসুল (সা.) নিষেধ করেছেন। সেটা হলো, চতুর্দিক থেকে চুল নিয়ে মাঝখানে উঁচু করে রাখা। সুতরাং, বোঝা যাচ্ছে যে, এটা ওই নিষিদ্ধ কাজের সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ। তাই এ ধরনের কাজ করা উচিত নয়। আর এর মধ্যে প্রতারণার একটা বিষয়ও আছে। মনে হয় তার মাথায় অনেক চুল, এটা বোঝানোর জন্য এই কাজটি করা হয়ে থাকে।
এই কথা আমাদের প্রমাণ করতে হবে যে, আদৌ কি এই স্টাইল কাফেরদের থেকে আমদানি হয়েছে? এর বেশির ভাগই দেখা যাবে কোনো ধর্ম থেকে আসেনি, এটা মানুষের বিভিন্ন ধরনের স্টাইল থেকে প্রকাশ করা হয়েছে। তাই এ ধরনের স্টাইল থেকে নিজেদের বিরত রাখা উচিত।