যথাযোগ্য মর্যাদায় দেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। আজ বুধবার সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
কে এম সবুজ, ঝালকাঠি : ঝালকাঠিতে আজ সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী।
হালিম খান, নাটোর : নাটোরে আহলে সুন্নাতওয়াল জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের হরিশপুর সুন্নি মসজিদ থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় অংশ নেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উপস্থিত ছিলেন আহলে সুন্নাতওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মুফতি মোহম্মদ নূরুল হুদা চিশতিসহ সর্বস্তরের মুসলিম জনতা। শোভাযাত্রাটি শহরের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা ঘুরে সুন্নি মসজিদে গিয়ে শেষ হয়। এর আগে মসজিদ চত্বরে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মারুফ আহমেদ, সিলেট : সিলেটে দিনটি উপলক্ষে শোভাযাত্রা করা হয়েছে। আজ দুপুরে হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরতলীর মইয়ারচরস্থ তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটির সিলেট জেলার আহ্বায়ক মো. মুক্তার মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী, এস এ এম শহিদুল ইসলাম সেলিম। এ সময় বক্তব্য দেন সাবেক সিভিল সার্জন ডা. ওয়ালী মাহমুদ খান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকন মিয়া, দরগাহে হযরত শাহজালাল (রা.) মুতাওয়াল্লী শামিউল মাহমুদ খান, মো. ইলিয়াছ আলী মেম্বার প্রমুখ।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় মহানবীর জীবনী নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। পরে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জে আজ সকাল সাড়ে ১০টায় এক শোভাযাত্রা বের করা হয়। জেলা শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সুন্নি সংগ্রাম পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে নিমতলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি আলহাজ রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ জলিলের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরী, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী প্রমুখ।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : জেলার গড়পাড়া ইমামবাড়ির পক্ষ থেকে দিনটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় ইমামবাড়ি দরবার শরিফের খাদেম পীরজাদা শাহজাদা রহমান বাঁধনের নেতৃত্বে ও শাহজাদা তাজিনুর রহমান তাজের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : দিনটিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে। আজ সকাল জশনে জুলুস নামের ব্যানারে সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু সড়ক নগরভবন চত্বর থেকে মাওলানা বাহাদুর শাহর নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ডিআইটি, দুই নম্বর রেলগেট, চাষাঢ়া, খানপুর, কালীর বাজার ও টানবাজার হয়ে নগরভবন চত্বরে ফিরে আসে। পরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।