আপনার জিজ্ঞাসা
শিশুর জন্মের কত দিনের মধ্যে আকিকা করা উচিত?
‘নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরিফ বায়েজিদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৪৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা মিরপুর থেকে নাবিয়া সাজরিন জানতে চেয়েছেন, শিশুর জন্মের কত দিনের মধ্যে আকিকা করা উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শিশুর জন্মের কত দিনের মধ্যে আকিকা করা উচিত? পরে করা কি জায়েজ আছে?
উত্তর : শিশুর জন্মের পর সপ্তম দিনে আকিকা দিয়ে দেওয়া নিয়ম। রাসুল (সা.) হাদিসে সপ্তম দিনেই এসব করার কথা বলেছেন। সুন্নাহ অনুযায়ী সপ্তম দিন করা উচিত। তবে আরেকটি হাদিস অনুযায়ী, সপ্তম দিনে করতে না পারলে ১৪ দিনে করবেন কিংবা ২১ দিনের দিন করবেন। এরপরও যদিও কেউ না পারেন, তাহলে পরে করে নেবেন। তবে, শিশুকালের মধ্যেই করে নেবেন। আলেমদের মধ্যে নানা মত রয়েছে। আকিকার নিয়ম অনুযায়ী, শিশু বয়সেই করে নেওয়া উত্তম। বড় হয়ে নিজে করার কোনো প্রয়োজন নেই। এটা অভিভাবক করার নিয়ম। অভিভাবকের ওপর দায়িত্ব, বড় হয়ে নিজে পালনের বিষয় নয়।