আপনার জিজ্ঞাসা

শুকরিয়ার সিজদার পর তাকবির দিতে হয়?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৮৩০তম পর্বে ই-মেইলের মাধ্যমে মোহাম্মদ সুজন জানতে চেয়েছেন, শুকরিয়ার সিজদার পর তাকবির দিতে হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : শুকরিয়ার সিজদার পর তাকবির দিতে হয়?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সালাতে সিজদা থেকে ওঠার সময় অবশ্যই তাকবির দিতে হবে। তাকবির দিয়েই উঠতে হবে। কিন্তু তেলাওয়াতের সিজদা কিংবা শুকরিয়ার সিজদার পর তাকবিরের কোনো প্রয়োজন নেই। যদি কেউ শুধু শুকরিয়ার সিজদা দেন, তাহলে তাকবির না দিয়ে সরাসরি সিজদা দেবেন। সিজদার পরও তখন তাকবির লাগবে না। আর যদি কেউ তেলাওয়াতের সিজদা দেন, তাহলে তাকবির দিয়ে সিজদায় যাবেন। সিজদা থেকে ওঠার সময় আর তাকবির দেওয়ার প্রয়োজন নেই। দুই বিষয় আলাদা, এটি খেয়াল রাখতে হবে।