আপনার জিজ্ঞাসা

সাইয়েদুল ইস্তেগফার পড়ার ফজিলত কী?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৭১৩তম পর্বে ইমেইলের মাধ্যমে আয়শা জানতে চেয়েছেন, সাইয়েদুল ইস্তেগফার পড়ার ফজিলত কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : সাইয়েদুল ইস্তেগফার পড়ার ফজিলত কী? সাইয়েদুল ইস্তেগফার পড়ার নিয়ম কী, মানে দিনে কত বার পড়তে হবে?

উত্তর: সাইয়েদুল ইস্তেগফার সকাল-সন্ধ্যার দোয়াগুলোর একটি। এটি সকালে একবার এবং সন্ধ্যায় একবার পড়লেই হয়ে যাবে। কিন্তু যদি অনেক বার পড়েন, তাহলে সেটা খুব ভালো। সাইয়েদুল ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। সাইয়েদুল ইস্তেগফার পড়লে আল্লাহ পূর্ববর্তী গুনাহ মাফ করে দেবেন। রাসুল (সা.) এ কথা বলেছেন। তাই, সাইয়েদুল ইস্তেগফার নিয়মিত করা ভালো। অধিক পরিমাণে পড়া ভালো। একটি উত্তম কাজ। এক হাদিস অনুযায়ী, আমাদের রাসুল (সা.) এক বৈঠকে ৭০ বার করে পড়তেন। এ থেকে বোঝা যায় বেশি বেশি সাইয়েদুল ইস্তেগফার পড়া উত্তম।