আপনার জিজ্ঞাসা
সালাতুত তাসবিহর নামাজ শেখার জন্য একসঙ্গে পড়া কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৪৮তম পর্বে সালাতুত তাসবিহর নামাজ শেখার জন্য একসঙ্গে পড়া জায়েজ কি না, সে বিষয়ে কল্যাণপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন লিপি মাসুদ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : আমরা কয়েকজন নারী সালাতুত তাসবিহর নামাজ পড়ি। কেউ ইমাম হয় না, শেখার জন্য একসঙ্গে নামাজ পড়ি, এটা কি জায়েজ হবে?
উত্তর : কোনো যোগ্য আলেমের কাছ থেকে আমাদের ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। সালাতুত তাসবিহর ব্যাপারে আলেমদের অনেক বক্তব্য রয়েছে। সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে যে হাদিস আছে, সেটি গ্রহণযোগ্য নয়। উত্তম হচ্ছে এ ধরনের সালাত ব্যক্তিগতভাবে আদায় না করা। আর আপনারা যদি কয়েকজন মিলে এই সালাত আদায় করেন, আপনারদের এই প্রক্রিয়া সংগত নয়।