আপনার জিজ্ঞাসা
সিজদায় দোয়া সম্পর্কে মূল বিধান কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০০৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে কামরুজ্জামান জানতে চেয়েছেন, সিজদায় দোয়া সম্পর্কে মূল বিধান কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সিজদায় দোয়া সম্পর্কে মূল বিধান কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই ব্যাপারে হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা সিজদার মধ্যে অধিক পরিমানে দোয়া করো। তার মানে সিজদায় অনেক বেশি পরিমান দোয়া করার বিধান রয়েছে। সিজদার জন্য অনেক দোয়া আছে। যেমন—সুবাহানা রাব্বিয়াল আলা, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রুহ, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু এমন অনেক দোয়া করতে পারেন। কোরআন ও সুন্নাহ থেকে আপনি দোয়া করতে পারবেন। আবার নিজের কোনো প্রয়োজনের জন্য আল্লাহর কাছে নিজের জন্যও দোয়া করতে পারবেন। ভাষার জন্য কোনো শর্ত নেই। এটা কোনো আলেমরা বলেননি। কোনো ব্যক্তি বুঝে তার নিজের ভাষাতেও দোয়া করতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।