আপনার জিজ্ঞাসা
সিয়ামের পুরস্কার নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ১৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে জামালপুর থেকে রুমা জানতে চেয়েছেন, সিয়ামের পুরস্কার নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সিয়ামের পুরস্কার নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : আমরা জানি যে, সিয়াম অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি অন্য যত ইবাদত আছে, সব থেকে আলাদা। এর পুরস্কার নিয়ে জানতে একটি হাদিস বলব। এ হাদিস অনুসারে, একদিন এক সাহাবি রাসুল (সা.)-এর কাছে এলেন। এরপর বললেন, আমাকে এমন একটি ইবাদত বলুন, যা আমি আপনার কাছ থেকে গ্রহণ করে নেব। গুরুত্বের সঙ্গে একটি বিশেষ ইবাদতের কথা বলুন। তখন রাসুল (সা.) সিয়ামের কথা বলেছেন। যার কোনো তুলনা নেই। সিয়াম হলো এমন একটি ইবাদত, যার সমান আর কোনো ইবাদত হয় না। এটি অসীম। তাই এর পুরস্কারও অসীম। কারণ, এর সমকক্ষ কিছুই নেই। প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহ ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত দেবেন। তবে, এর মধ্যে রোজা নেই। রোজাটাকে আল্লাহ আরও ওপরে স্থান দিয়েছেন। কারণ, সিয়ামের পুরস্কার আল্লাহতায়ালা নিজে দেবেন। তাই আমরা বুঝতে পারি যে, আল্লাহ যে পুরস্কার নিজ হাতে দেবেন, সেটি কোনো সাধারণ পুরস্কার নয়, অবশ্যই সেটি বিশাল কিছু।