আপনার জিজ্ঞাসা

সুদ নেওয়া ব্যক্তির সঙ্গে দেওয়া কোরবানি কি হারাম?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৬৮৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, সুদে লেনদেন করা ব্যক্তির সঙ্গে দেওয়া কোরবানি কি হারাম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : সুদ নেওয়া কোনো ব্যক্তির সঙ্গে দেওয়া কোরবানি কি হারাম?

উত্তর : কোনো ব্যক্তি যদি সুদে লেনদেন করে থাকেন, এটা তাঁর ব্যক্তিগত হারাম কাজ। এ ক্ষেত্রে তিনি যদি কারো সঙ্গে ভাগে কোরবানি দেন তাঁর ভাগে অংশ নেওয়া জায়েজ, তাঁর সঙ্গে কোরবানি দেওয়াও জায়েজ। কিন্তু, আপনি যদি আগে থেকে জেনে থাকেন যে, তিনি খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত আছেন, তাহলে তাঁর সঙ্গে না দেওয়াই উত্তম। এ ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন। কারণ, কোরবানি যেহেতু ইবাদত, তাই তাঁর সঙ্গে কোরবানি না দেওয়াই উত্তম। আমরা জানি যে, ইবাদতের মধ্যে আল্লাহর হক রয়েছে। এ জন্য নিজেকে পুরোপুরি হারাম কাজ থেকে বিরত রেখে আল্লাহর ইবাদত করতে হয়। যাদের অন্তরে সত্যিকারের ঈমান আছে, আল্লাহ তাদের ইবাদতই কবুল করবেন। তাই এমন ব্যাক্তির সঙ্গে কোরবানি দেওয়া ঠিক নয়, যার মনে পুরোপুরি ঈমান নেই।