আপনার জিজ্ঞাসা

সুন্নি আর শিয়ার মধ্যে বিয়ে কি জায়েজ?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৫২৯তম পর্বে সুন্নি আর শিয়া এদের মধ্যে বিয়ে জায়েজ কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : সুন্নি আর শিয়ার মধ্যে বিয়ে জায়েজ কি?

উত্তর : সুন্নি বলতে আপনি যারা সত্যিকারের সুন্নাতের অনুসারী, নবী করিম (সা.)-এর যে চিন্তাধারা রয়েছে তাঁর অনুসারীদের বুঝিয়েছেন। শিয়া শব্দের বিপরীতে সুন্নিকে ব্যবহার করেছেন। যারা সত্যিকারের সুন্নাহর অনুসারী তাদের শিয়াদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা হারাম, জায়েজ নেই। কারণ, শিয়াদের অনেক আকিদাগত বিভ্রাট-বিভ্রান্তি রয়েছে, যেগুলো কুফুরি, সব ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী এটা সাব্যস্ত হয়েছে। মৌলিক আকিদাগত বিভ্রান্তির কারণে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ইসলামি শরিয়ত মতে বৈধ নয়।