আপনার জিজ্ঞাসা
সুরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াতের ফজিলত কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৫তম পর্বে সুরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াতের ফজিলত কী, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মিশু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : রাতে ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ার জন্য বিশেষ কোনো ফজিলত আছে কি?
উত্তর : হ্যা, এর ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাতে ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ে, তাহলে রাসুল (সা.) বলেছেন, ‘তার জন্য যথেষ্ট হয়ে যাবে।’ কী যথেষ্ট হবে- এ নিয়ে ওলামায়ে-কেরামরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, তিনি আল্লাহর হেফাজতে থাকবেন। কেউ কেউ বলেছেন, কোনো ধরনের ক্ষতি বা শয়তানের ক্ষতি থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। কেউ কেউ বলেছেন, জাদু-টোনা থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। এ থেকে বোঝা যায় যে, নবী করিম (সা.) একটি কমন শব্দ বলেছেন ‘তার জন্য যথেষ্ট’।
সুতরাং এটি আজাব থেকে যথেষ্ট হবে, এটি বান্দাকে হেফাজত করার জন্য যথেষ্ট হবে।