আপনার জিজ্ঞাসা
স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাবার বাড়ি যেতে পারবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাবার বাড়ি যেতে পারবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাবার বাড়ি যেতে পারবে?
উত্তর : একটি জটিল মাসআলা জানতে চেয়েছেন। এখন বলতে হয়, স্বামী কি স্ত্রী কে বন্দি রেখেছেন? যদি কোনো স্বামী বন্দি রাখেন তাহলে স্ত্রী বাবার বাড়ি কেন কোথাও যেতে পারবেন না! কোনো স্বামীর জন্যই এমন বন্দি বা জেলখানা তৈরি করা জায়েজ নেই। এটা ইসলামের বিধান নয়। ইসলাম যতটুকু অধিকার দিয়েছে ঠিক ততটুকুই দেখানো উচিত। এই প্রশ্নটাই অবান্তর। স্ত্রী বাবার বাড়ি যেতে পারবে না এটা কি হতে পারে? এটা তো জেলখানার মতো হয়ে যাবে। ইসলাম কি আসলেই এমন কিছু বলেছে? কখনোই না। স্বামীর জন্য উচিত হচ্ছে স্ত্রীকে অনুমতি দেওয়া। না দিলে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে স্বামী যদি অনুমতি না দেন তাহলে স্ত্রীর অনুমতি ছাড়া যাওয়া উচিত নয়। তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীর নিজেরই অনুমতি দেওয়া।