আপনার জিজ্ঞাসা

‘আসসালামু আলাইকুম’ নাকি ‘সালামু আলাইকুম’?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৬তম পর্বে সালামের সম্বোধনে ‘আসসালামু আলাইকুম’ নাকি ‘সালামু আলাইকুম’ বলতে হবে, সে সম্পর্কে ঢাকার উত্তরা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আশিকুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : আমাদের দেশে সাধারণত আমরা ‘আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন করি। কিন্তু কোরআন শরিফে বেশ কয়েকটি সূরায় এসেছে ‘সালামু আলাইকুম’। তো, আমরা কোনটা সম্বোধন করব?

উত্তর : ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’ বলবেন। ‘আসসালামু আলাইকুম’ হচ্ছে আমাদের তাহইয়া। কোরআনে কারিমের মধ্যে ‘সালামু আলাইকুম’ খবর হিসেবে দেওয়া হয়েছে। আসলে ব্যাপার হচ্ছে, আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে আমরা দুটি বিষয়কে এক করে ফেলেছি।

আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের তাহইয়া, যেটা রাসূল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে মূলত আমাদের অভিবাদন। এটাই হচ্ছে সালাম।