আপনার জিজ্ঞাসা

নামাজে প্রত্যেক সুরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৯৪ পর্বে নামাজে প্রত্যেক সুরার আগে বিসমিল্লাহ বলতে হবে কি না, সে সম্পর্কে কুমিল্লা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আকলিমা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : আমাদের কি নামাজের সময় প্রত্যেক সুরার আগে বিসমিল্লাহ পুরোটা বলতে হবে?

উত্তর : যদি কোনো সুরা শুরু করেন তাহলে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুরোটা, সুরার শুরুতে যেভাবে লেখা আছে, ঠিক সেভাবে শুরু করাটাই হচ্ছে সুন্নাহ।

এটাই উত্তম বরং কেউ কেউ বলেছেন যে, এটা বাধ্যতামূলক বিষয়। এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ আলোচনা আছে। ইবনে কাসিম মাক্কি (রা.) মতে, এটি কুরআনের অংশ।

আর কোনো সুরা যদি মাঝখান থেকে পড়েন তাহলে আর ‘বিসমিল্লাহ’ অথবা ‘আলহামদুলিল্লাহ’ কোনোটাই পড়তে হবে না।