আপনার জিজ্ঞাসা

পেপসি, কোকা-কোলা, ফান্টা কি হালাল?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ১৯৬২তম পর্বে পেপসি, কোকা-কোলা, ফান্টা হালাল কি না, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন মি. শুভ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : পেপসি, কোকা-কোলা, ফান্টা কি হালাল?

উত্তর : পেপসি, কোকা-কোলা, ফান্টা এক ধরনের পানীয়। এখানে হারাম কোনো উপাদান আছে কি না, আমার জানা নেই এবং হারাম কোনো উপাদান দিয়ে তৈরি হয় বলেও আমার জানা নেই। সুতরাং এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। উপাদানের মধ্যে হারাম কোনো কিছু ব্যবহার করা হয় না, এমনকি পেপসির মধ্যে অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়, এটি কোথাও উল্লেখ নেই। তাই আন্দাজের ওপর, অনুমানের ওপর কোনো বস্তুকে হারাম ঘোষণা দেওয়া, এটা একেবারেই হারাম কাজ।

আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনের মধ্যে বলেছেন, ‘সে কে হারাম ঘোষণা দিল?’ আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য যে সৌন্দর্য, যে চাকচিক্য, যে প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, সেগুলো হারাম করার কে অধিকার রাখে? সুতরাং কোনো ব্যক্তি যদি তাঁর স্বাধীন, মনমতন ফতোয়া দিয়ে বলেন যে সেটা হারাম হবে, সেটা শুদ্ধ নয়; বরং হারাম হওয়ার জন্য তাঁকে জানতে হবে যে কী ধরনের উপাদান দিয়ে এগুলো তৈরি হচ্ছে। শুধু হারাম জিনিস থাকলেই হারাম হবে।