হজ ও উমরা
ইন্স্যুরেন্সের টাকায় কি হজ হবে?

সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ পালন অবশ্যকর্তব্য। আমরা সব সময় চর্চা করি না বলে হজ পালন সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। হজের শুদ্ধ পদ্ধতি, হজের প্রস্তুতি বিষয়ে জানা আমাদের কর্তব্য। এ লক্ষ্যেই এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘হজ ও উমরা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইন্স্যুরেন্সের টাকায় হজ হবে কি না, সে সম্পর্কে যশোর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন সুমন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমাদের দেশে অনেক ইন্স্যুরেন্স আছে, ইসলামী নামে ইন্স্যুরেন্সে করা। এদের এখানে কিছু অপশন আছে। তার মধ্যে একটা অপশন আছে হজের জন্য। প্রতিবছরই কিছু টাকা, যেমন : ১০ বছর বা পাঁচ বছর মেয়াদে জমা করে যে টাকাটা পাওয়া যাবে, সেটা দিয়ে হজ করা যাবে কি না?
উত্তর : যদি সেটা সুদভিত্তিক না হয়ে থাকে, তাহলে জায়েজ হবে। কিন্তু সুদভিত্তিক কি না, সেটি আগে নিশ্চিত হতে হবে তারা কিসের ভিত্তিতে আপনাকে মুনাফা দিচ্ছে। যদি সেই মুনাফাটা সুদভিত্তিক হয় এবং সুদি লেনদেন হয়ে থাকে, তাহলে সেটা যতই আপনাকে শরিয়ার বক্তব্য দিক, এটা আপনার জন্য জায়েজ নেই। আপনি গ্রহণ করতে পারবেন না।