হজ ও উমরা

অন্যের পক্ষে উমরাহ করলে ইহরাম বাঁধতে হবে কি?

Looks like you've blocked notifications!

সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ পালন করা অবশ্য কর্তব্য। সব সময় চর্চা হয় না বলে হজ পালন সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। হজের শুদ্ধ পদ্ধতি, হজের প্রস্তুতি নিয়ে জানা মুসলিমদের কর্তব্য। এ লক্ষ্যেই এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘হজ ও উমরা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরার তৃতীয় পর্বে অন্যের পক্ষে উমরাহ করলে ইহরাম বাঁধতে হবে কি না, সে সম্পর্কে পটুয়াখালী থেকে টেলিফোনে জানতে চেয়েছেন জাহানারা বেগম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : অন্যের পক্ষে উমরাহ করলে ইহরামের পোশাক কি পরতে হবে? ইসতিবা, রমল এগুলোও করতে হবে কী?

উত্তর : ইহরাম ছাড়া উমরাহ করা যাবে না। উমরাহের জন্য অবশ্যই ইহরাম করতে হবে। উমরাহের জন্য সর্বপ্রথম রুকন হচ্ছে ইহরাম করা। আপনি যদি মিক্বাত থেকে উমরাহ করতে আসেন তাহলে অবশ্যই আপনাকে রমল, ইসতিবা ইত্যাদি করতে হবে। এতে কোনো সন্দেহ নেই।