আপনার জিজ্ঞাসা

সূর্য পশ্চিম দিকে উঠবে কবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২০১৩তম পর্বে সূর্য পশ্চিম দিকে কবে উঠবে, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন অনিন্দা আশরাফ বাঁধন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : পশ্চিম দিকে সূর্য উঠবে ইমাম মাহাদি আসার আগে নাকি পরে? তিনি কি ইংরেজি ২০২৮ সালের রমজানে আসবেন?

উত্তর : রাসূল (সা.) কেয়ামতের ১০টি বড় বড় আলামতের কথা বলেছেন। তার মধ্যে মাহাদির আগমন হচ্ছে একেবারেই শুরুর দিকে। পশ্চিম দিকে সূর্যোদয়ের আলামতটা হচ্ছে একেবারে শেষের দিকে। আল্লাহ সুবানাহুতায়ালাই সবচেয়ে ভালো জানেন, সেটা কত বছর পরে হবে। তবে এগুলো অনেক দূরে। কেয়ামতের যে ছোট ছোট আলামত রয়েছে, সেগুলো এখনো শেষ হয়নি, সেগুলো এখনো আসছে বলে আমরা লক্ষ করছি। কেয়ামতের আলামতগুলো এখনো অনেক অনেক দূরে। আল্লাহ সুবানাহুতায়ালাই সেটা ভালো জানেন যে কবে হবে। এটাকে নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই।

২০২৮ সালের রমজান মাসে মাহাদি আসবেন কি না, সেটা আল্লাহ সুবানাহুতায়ালাই ভালো জানেন। তবে এ ধরনের নির্দিষ্ট করা একেবারেই বাইরের বিষয় এবং এটা অনেকটা মূর্খতার শামিল। কারণ হচ্ছে, আল্লাহর নবী (সা.) কেয়ামতের এই আলামতগুলো সম্পর্কে বলেছেন, এগুলো একটার পর একটা আসবে। কেয়ামতের ছোট আলামতগুলোই এখনো পরিপূর্ণ হয়নি। বড় আলামতগুলো তো অনেক দূরের বিষয়। তাই সুনির্দিষ্ট করে বলা যায়, ২০২৮ সালের রমজান মাসে মাহাদির আগমন ঘটবে, এ ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তাহলে তিনি ভুল বক্তব্য দিয়েছেন। এটি মূলত হাদিসের নির্দেশনার পরিপন্থী বক্তব্য।