‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান’

Looks like you've blocked notifications!
জুমাতুল বিদার নামাজ আদায়ের জন্য আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিরা। ছবি : এনটিভি

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। 

রমজান মাসজুড়ে পবিত্র রোজা রাখা আর ইবাদত-বন্দেগির পর আজ দেশের ধর্মপ্রাণ কোটি কোটি মুসল্লি এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে জুমার নামাজে শরিক হন। জুমাতুল বিদা মুসলমানদের জন্য অত্যন্ত সওয়াবের দিন হওয়ায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর সব মসজিদে এবং সারা দেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় ছিল লক্ষণীয়।

আজকের জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান।’ অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান।

রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এমনিতেই সপ্তাহে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। তদুপরি রমজানের মাস হওয়ায় এবং রমজানের শেষ জুমা হওয়ায় এই দিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
জুমাতুল বিদার এ দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।