আপনার জিজ্ঞাসা

বেদাতের কোনো প্রকারভেদ আছে কি?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩০তম পর্বে বেদাতের কোনো প্রকারভেদ আছে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে টেলিফোন করেছেন শফিকুল। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : বেদাতের কোনো প্রকারভেদ আছে কি?

উত্তর : বেদাতের প্রকারভেদ সম্পর্কে রাসুল (সা.) হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সেটা হলো রাসুল (সা.) বলেন, ‘সকল বেদাতই বিভ্রান্তি।’ ইসলামী পরিভাষায় যেটাকে বেদাত বলা হয়ে থাকে, সেটা বিভ্রান্তি। সুতরাং বেদাতের ভিন্ন কোনো প্রকারভেদ নেই।

কিন্তু ওলামায়ে কেরাম, যাঁরা বেদাতকে বিভিন্ন প্রকারে ভাগ করেছেন, তাঁরা মূলত শাব্দিক বা আভিধানিক বেদাতকে প্রকারভেদ করেছেন। সেখানে পারিভাষিক দিকটি উদ্দেশ্য নয়। পরিভাষায় বেদাত পুরাটাই বিভ্রান্তি, এটি রাসুল (সা.) স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন।