Beta

আপনার জিজ্ঞাসা

ফোঁড়া ড্রেসিং করলে কি রোজা ভেঙে যাবে?

২৫ মে ২০১৮, ১৫:৩০

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড.মুহাম্মদ মনজুর ইলাহী।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩৩তম পর্বে ফোঁড়া ড্রেসিং করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, সে সম্পর্কে জানতে চেয়ে মতিঝিল থেকে টেলিফোন করেছেন নাসিমা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : রোজা অবস্থায় কারো শরীরে যদি ফোঁড়া হয় এবং সেটি যদি ড্রেসিং করা হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি?

উত্তর : এখানে রক্ত বের হবার কারণে রোজা ভাঙবে কিনা, সেটি হচ্ছে মূল প্রশ্ন। না, রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙবে না। তবে এই ড্রেসিং করতে গিয়ে অথবা রক্ত দিতে গিয়ে অথবা অন্য যেকোনো কারণে শরীর থেকে রক্ত বের করতে গিয়ে যদি শরীর এতটাই দুর্বল হয়, যার কারণে আপনাকে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেক্ষেত্রে ড্রেসিং এর কাজটা রাতে করতে পারলে সেটাই সবচাইতে উত্তম।

কিন্তু একটি ফোঁড়া থেকে সামান্য রক্ত বের হলে, ড্রেসিং করে ফেললে, সেক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে— রোজার কোনো ক্ষতি হবে না। কারণ আপনি তো কিছু গ্রহণ করছেন না। রোজা ভাঙে মূলত শরীরে কিছু গ্রহণ করলে।

Advertisement