আপনার জিজ্ঞাসা

বরযাত্রা শব্দটি ঠিক আছে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২১৩‌১তম পর্বে বরযাত্রা শব্দটি ঠিক কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : বরযাত্রা শব্দটি কি ঠিক আছে?    

উত্তর : বরযাত্রা কথাটি আমাদের নিজস্ব, স্থানীয় শব্দ এবং প্রথাগত প্রচলন। এটি ওরফ বা আদাতের সঙ্গে জড়িত।

এটি বলা হারাম হবে না। বরের সঙ্গে যারা যায় সেটাই বরযাত্রা। এটি স্বাভাবিক, প্রাসঙ্গিক একটি শব্দ।

সুতরাং, বরযাত্রা শব্দটি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই।