আপনার জিজ্ঞাসা

রক্ত মাখানো কলিজা খাওয়া কি জায়েজ?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২১৫২তম পর্বে রক্ত মাখানো কলিজা খাওয়া যাবে কি না, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে চিঠিতে জানতে চেয়েছেন জিল্লুর রহিম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : কসাইরা ওজন বাড়ানোর জন্য যে রক্ত মাখানো কলিজা বিক্রি করে, সেটা খাওয়া কি জায়েজ?

উত্তর : রক্ত মাখানো কলিজা ধুয়ে ফেললেই তো রক্ত চলে যাবে। কলিজা খাওয়া হালাল, এটা খাওয়া হারাম না।

এ ছাড়া রগ, নাড়িভুঁড়ি এগুলো খাওয়াও হারাম নয়, খাওয়া যাবে। কারণ এই পশুগুলো তো আল্লাহর নাম নিয়েই জবাই করা হয়েছে। সুতরাং সবই হালাল হয়ে যাবে।