Beta

আপনার জিজ্ঞাসা

ভয় পেলে কোন দোয়া পড়ব?

১১ মার্চ ২০১৯, ১৩:২৯

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২২৫৩তম পর্বে ভয় পেলে কোন দোয়া পড়তে হয়, সে বিষয়ে ঢাকা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন হাসিনা বেগম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : ভীতসন্ত্রস্ত আবস্থায় কী দোয়া পড়ব? এ ব্যাপারে রাসুল (সা.)-এর কী আমল ছিল?

উত্তর : কেউ যদি ভীতসন্ত্রস্ত হয়ে যায়, তাহলে প্রথমে দুই রাকাত নফল সালাত আদায় করতে পারেন। তারপর আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য যে দোয়াগুলো আছে, সেগুলো পড়তে পারেন। সুরা ফালাক, সুরা নাস, সুরা ইখলাস এগুলো পড়তে পারেন। এর পাশাপাশি আয়াতুল কুরসি ও সুরা বাকারার শেষ দুই আয়াত পড়তে পারেন।

ভীতসন্ত্রস্ত হওয়ার বিষয়টি দুটি কারণে হতে পারে। একটি হলো—কোনো কিছুর প্রভাবে হতে পারে। আরেকটি হলো—মানসিক কারণে ভীতির বিষয়টি আসতে পারে। তবে মানসিক কারণে যদি এমনটি হয়ে থাকে, তাহলে তিনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

তবে এই দোয়াগুলো নিয়মিত পড়লে কোনো আপত্তি নেই। নিয়মিত পড়লে আপনার ভয় কেটে যাবে ইনশাআল্লাহ।

Advertisement