উদযাপনের প্রস্তুতি শেষ, দেবীর জন্য অপেক্ষা

Looks like you've blocked notifications!
পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনের যাবতীয় প্রস্তুতি শেষের দিকে। শেষ মুহূর্তের ব্যস্ততায় এই প্রতিমাশিল্পী। ছবি : এনটিভি

পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনের যাবতীয় প্রস্তুতি শেষের দিকে। এ বছর জেলায় ৪৬৬টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।

চলতি বছর পূজা সুষ্ঠুভাবে উদযাপনে পূজা উদযাপন কমিটি ও প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কুমার বাচ্চু বলেন, ‘পিরোজপুরে এবার সর্বাধিক ৪৬৬টি পূজা হচ্ছে। আমরা আশা করছি যে, পূজাগুলো সুন্দরভাবে সুসম্পন্ন হবে এবং আমাদের এখানে প্রশাসন থেকে শুরু করে আমরা সবাই একত্রে কাজ করছি। আমরা আশা করছি, পূজাটি নির্বিঘ্নে প্রতিপালিত হবে।’

পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) ওয়ালিদ হোসেন বলেন, ‘আমরা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে পিরোজপুর জেলায় মোট পূজামণ্ডপের সংখ্যা ৪৬৬টি। পুলিশ বাহিনীর ৫০০ সদস্য এখানে পূজা উপলক্ষে মোতায়েন থাকবে এবং আনসার বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন থাকবে।’

‘একই সাথে আমি এই শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দর থাকে, এই জন্য পিরোজপুর জেলাবাসীর সহায়তা কামনা করি। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, এখানে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠান সবাই পালন করবেন,’ যোগ করেন এসপি।

হেমন্তের সুন্দর পরিবেশে দেবী দুর্গা আসবেন শান্তি আর সমৃদ্ধির বার্তা নিয়ে। সে আশায় প্রতীক্ষার প্রহর গুনছেন ভক্ত-অনুরাগীরা।