আপনার জিজ্ঞাসা
ইসলামী ব্যাংকের টাকা কি হালাল?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ৫৭৯তম পর্বে ইসলামী ব্যাংকে জমা রাখার পর আমরা মাসে মাসে যে টাকা পাই, এই টাকা হালাল কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন মৌসুমী। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : ইসলামী ব্যাংকে জমা রাখার পর আমরা মাসে মাসে যে টাকা পাই, এই টাকা কি হালাল?
উত্তর : হ্যাঁ, এটা হালাল। ইসলামী ব্যাংক ও সুদী ব্যাংকের মধ্যে পার্থক্য রয়েছে। ইসলামী ব্যাংক বলছে যে, আপনার টাকা দিয়ে আমি ব্যবসা করছি এবং ব্যবসা করার পরে হিসাব করে আপনাকে একটা অংশ দেওয়া হবে।
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদী ব্যাংক বলছে আপনাকে সুদ দিচ্ছি আর ইসলামী ব্যাংক বলেই দিচ্ছে যে, আপনাকে ব্যবসার লোভ্যাংশ থেকে শতকরা এতভাগ দিচ্ছি। ইসলামী ব্যাংক আপনাকে যে লোভ্যাংশ দিচ্ছে এটা আপনার জন্য হালাল।