আপনার জিজ্ঞাসা

কেউ যদি দুর্ঘটনাবশত মারা যায়, তার কী হবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৮১তম পর্বে কোনো মানুষ যদি আগুনে পুড়ে বা পানিতে ডুবে অথবা দুর্ঘটনাবশত মারা যায়, সে ক্ষেত্রে ইসলামী দৃষ্টিতে তারা কোনো সুবিধা পাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আতাউর রহমান রুবেল। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : কোনো মানুষ যদি আগুনে পুড়ে বা পানিতে ডুবে অথবা দুর্ঘটনাবশত মারা যায়, সে ক্ষেত্রে ইসলামী দৃষ্টিতে তারা কোনো সুবিধা পাবে কি?

উত্তর : ইমানের ওপর প্রতিষ্ঠিত থেকে যদি তার মৃত্যু হয়, অর্থাৎ তওহিদের পরিপন্থী কোনো কাজে সে লিপ্ত না থাকে, তাহলে আল্লাহর কাছে তিনি শাহাদতের মর্যাদা লাভ করতে পারেন। এ মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাকে এই মর্যাদাটুকু দেবেন।

তবে শর্ত হলো, তওহিদ ঠিক রাখতে হবে। ইমানের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না।