আপনার জিজ্ঞাসা

ফজরের পর ও মাগরিবের আগে জিকির করা যাবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদ উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৯০তম পর্বে ফজরের পর ও মাগরিবের আগে সকাল-সন্ধ্যা জিকির করা যাবে কি না, সে বিষয়ে শ্রীমঙ্গল থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন মো. শাহাদত হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : সকাল-সন্ধ্যা আমরা যে জিকিরগুলো করি, সকালের সেই জিকিরগুলো কি ফজরের নামাজের পরে আর সন্ধ্যার জিকিরগুলো কি মাগরিবের নামাজের আগে পড়া যাবে?

উত্তর : সকালের জিকিরগুলো ফজর সালাতের পর মসজিদে বসে করতে পারবেন। তেমনিভাবে মাগরিবের আগে আপনি সন্ধ্যার জিকিরগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সকাল-সন্ধ্যার জিকির এই সময় করা জায়েজ এবং এই সময় আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।