Beta

আপনার জিজ্ঞাসা

বাংলায় নিয়ত করলে কি সালাত হবে?

২০ জুলাই ২০১৯, ১২:১৫ | আপডেট: ২০ জুলাই ২০১৯, ১২:২৮

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৯৬তম পর্বে বাংলায় নিয়ত করলে সালাত হবে কি না, সে বিষয়ে নারায়ণগঞ্জ থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন আলিমুজ্জামান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : বাংলায় নিয়ত করলে সালাত কতটুকু সহিহ হবে?

উত্তর : নিয়ত হলো অন্তরের বিষয়, এখানে মুখে উচ্চারণ করার কোনো কিছুই নেই। আপনি সালাতের উদ্দেশেই তো দাঁড়াচ্ছেন। সুতরাং, এটা আবার ভিন্ন করে বলার প্রয়োজন নেই যে, ‘আমি সালাতে দাঁড়াচ্ছি।’ আপনি অন্তরের মধ্যে এতটুকু ইচ্ছে পোষণ করেছেন যে, ‘আমি দুই রাকাত ফজরের ফরজ বা দুই রাকাত ফজরের সুন্নাহ আদায় করতেছি’, এর আগে কোনো ধরনের উচ্চারণের প্রয়োজন নেই। আপনি শুধু আল্লাহু আকবার বলে সালাতে প্রবেশ করে যাবেন। এটাই হলো বিধান।

যেহেতু রাসুল (সা.) বলেছেন, ‘সালাতের মধ্যে প্রবেশের পদ্ধতি হলো একটা, সেটা হচ্ছে তাকবিরের মাধ্যমে।’ ‘আল্লাহু আকবার’ বলেই সালাত শুরু হয়ে যাবে। সুতরাং, নিয়ত বাংলায় অনুবাদ করার কোনোই প্রয়োজন নেই। কারণ, কী উদ্দেশে দাঁড়িয়েছেন সেটা আপনি নিজে জানেন, আর আল্লাহ তো অবশ্যই জানেন।

Advertisement