আপনার জিজ্ঞাসা

নারীর ইমামতিতে কি সালাত আদায় করা যাবে?

Looks like you've blocked notifications!

 

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩২৪তম পর্বে নারীর ইমামতিতে সালাত আদায় করা যাবে কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন শাখাওয়াত হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : মেয়েদের হোস্টেলে কোনো একজন মেয়েকে ইমাম বানিয়ে মেয়েরা কি জামাত করতে পারবেন?

উত্তর : হ্যাঁ, অবশ্যই। মেয়েদের হোস্টেলে যদি তারা ইমামতি করে জামাতে সালাত আদায় করতে চান, তাহলে প্রথমত, তাদের জন্য জামাতে সালাত আদায় করা জায়েজ; দ্বিতীয়ত তাদের মধ্যে একজন ইমাম নিয়োগ করা, এটিও জায়েজ রয়েছে এবং তাদের যে ইমাম রয়েছে, তিনি একসঙ্গে কাতারে দাঁড়াবেন। এটাই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বক্তব্য। এটাকেই অধিকাংশ ওলামায়ে কেরাম এবং এ যুগের গবেষকরা জায়েজ বলেছেন। সুতরাং, যদি মেয়েদের মধ্যে ইমামতি করার জন্য উপযুক্ত কেউ থাকে, তাহলে তিনি ইমামতি করতে পারবেন এবং তার ইমামতিতে মেয়েরা সালাত আদায় করবে, কিন্তু কোনো পুরুষ নয়। মেয়েদের ইমামতিতে কোনো ছেলে বা পুরুষ সালাত আদায় করতে পারবে না।