Beta

আপনার জিজ্ঞাসা

শব্দ না করে কোরআন তিলাওয়াত করলে তা গ্রহণযোগ্য হবে কি?

২৫ জুলাই ২০১৯, ১৩:৩৯

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২২০১তম পর্বে শব্দ না করে কোরআন তিলাওয়াত করলে তা গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে চট্টগ্রাম থেকে মেইলে জানতে চেয়েছেন মিজানুর রহমান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : শুধু মুখ নেড়ে, কোনো শব্দ না করে নীরবে আল কোরআন তিলাওয়াত করলে তা গ্রহণযোগ্য হবে কি?

উত্তর : গ্রন্থ আল্লাহ পড়তে বলেছেন। আপনি মুখ নাড়লেন, কিন্তু কোনো শব্দ উচ্চারণ হলো না, তাহলে তো এটা পড়া হলো না। নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়তে গিয়ে আপনি এমন আওয়াজে সুরা পড়বেন যেন আপনার কানে আসে যে আমি এখন সুরা ফাতেহা পড়তেছি। প্রতিটি শব্দ আপনার কানে যাবে অথবা যিনি নামাজ পড়তেছেন, তার কানে যাবে। এতটুকু জোরে পড়েন যেন পাশের লোক অনুভব করতে পারে যে তিনি কিছু পড়তেছেন। এই জন্য সাহাবা কেরাম যে বিভিন্ন সময় বলেন, রাসুল (সা.) নামাজের মধ্যে এই পড়েছেন, এটা উনারা এতটুকু আওয়াজ করে পড়তেন যে নিজের  কানে তো আসবেই এবং অন্য যেন শোনে। শুধু মুখ নাড়লে সেটা কিরাত হবে না।

Advertisement