আপনার জিজ্ঞাসা

কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কী?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৬০৪তম পর্বে কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কী, সে বিষয়ে চট্টগ্রাম থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন সাইফুল। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আমি কবর জিয়ারতের সঠিক নিয়ম জানতে চাই। আমি কীভাবে আমার বাবার কবর জিয়ারত করব?

উত্তর : কবর জিয়ারতের সুন্নাহ অনুযায়ী পদ্ধতি হচ্ছে, আপনি কবরে গিয়ে রাসুল (সা.) একটি দোয়া শিক্ষা দিয়েছেন, প্রথমে এই দোয়া দিয়ে শুরু করবেন। তারপর কবরে যাঁরা আছেন, তাঁদের জন্য যথাসম্ভব দোয়া করবেন। এরপর আপনি চলে আসবেন। কবর জিয়ারতের মধ্যে সুরা ফাতেহা পড়া,  সুরা ইখলাস তিনবার পড়া, দরুদ শরিফ এগারোবার পড়া বা সুরা ইয়াসিন তিলাওয়াত করা ইত্যাদি রাসুল (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং, এই কাজগুলো সুন্নাহ পরিপন্থী বা বেদআতি কাজ। কবরে গিয়ে জিয়ারতের মধ্যে আবেগে আবোলতাবোল বক্তব্য দেওয়া হারাম। রাসুল (সা.) এরশাদ করেছেন যে, তোমরা এলোমেলো কথা বলবে না। কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থ ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া শিরক, এটি নিষিদ্ধ বিষয়।