আপনার জিজ্ঞাসা

নতুন বাড়িতে ওঠার সময় আমাদের কী করা উচিত?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৩১৪২তম পর্বে রুমা জানতে চেয়েছেন, নতুন বাড়িতে ওঠার সময় আমাদের আসলে কী করা উচিত? অনুলিখন করেছেন রেখা আক্তার।   

প্রশ্ন :  নতুন বাড়িতে ওঠার সময় আমাদের আসলে কী করা উচিত?

উত্তর : নতুন বাড়িতে ওঠার আগে সমস্ত বেদআত থেকে বেরিয়ে এসে বেশি বেশি দোয়া করবেন। নতুন বাড়ি কিংবা নতুন জায়গায় রাসুল (সা.) যখন যেতেন তখন তিনি বিসমিল্লাহ বলতেন। এরপর রাসুল (সা.) দোয়া করতেন। বেশি বেশি দোয়া করতেন। এর জন্য অনেক দোয়া আছে। এসব দোয়াগুলো সাতবা কিংবা আরও বেশি পড়তে পারেন। এইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। রাসুল (সা.) এর পথ অনুসরণ করুন। উত্তম হচ্ছে সুরা বাকারা পড়া, কিংবা বাকারার শেষ দুই আয়াত পড়া কিংবা আয়াতুল কুরসি পড়া। এইগুলো সুন্নাহর বিষয়। নতুন বাড়িতে উঠতে মিলাদের কোনো প্রয়োজনীয়তা নেই।