বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

Looks like you've blocked notifications!
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল। ছবি : স্টারমেইল

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে আজ রোববার (৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জানা গেছে, এদিন সকাল ৯টায় তাবলিগ জামায়াতের মুরব্বি মাওলানা মো. জুবায়ের হাসান মোনাজাত পরিচালনা করবেন।

এ বছরও দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়ের ইজতেমা করছেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। এর চার দিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।

গত শুক্রবার শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন ফজর নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। আর তা বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। পরে বিভিন্ন সময় ভাগ করে তাবলীগ জামায়াতের আলেমরা বয়ান করেন। শনিবারও একইভাবে বয়ান হয়। এদিন যৌতুক ছাড়া বিয়ের একটি পর্ব অনুষ্ঠিত হয়। 

প্রথম পর্বের ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে কয়েকজন মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ বিকেল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নেমেছে বিশ্ব ইজতেমা ঘিরে।