আপনার জিজ্ঞাসা

রোজার মাসকে তিন পর্বে ভাগ করা নিয়ে ইসলাম কী বলে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবুল কালাম আজাদ বাশার। 

আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের প্রথম পর্বে একজন জানতে চেয়েছেন, রোজার মাসকে তিন পর্বে ভাগ করা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।  

প্রশ্ন : রোজার মাসকে তিন পর্বে ভাগ করার বিষয়টি কি রাসুল (সা.) বলেছেন? 

উত্তর : ধন্যবাদ আপনাকে। রোজাকে তিন ভাগে ভাগ করার প্রচলন নিয়ে আপনি জানতে চেয়েছেন। এই বিষয়টি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসেনি। এটা নিয়ে আলেমদের অনেক মতামত রয়েছে। অনেকেই বলেছেন, এটি রাসুল (সা.) এর পক্ষ থেকে এসেছে। কিন্তু, এর পক্ষে সনদ দুর্বল। তিনভাগ বলতে, প্রথম দশদিন রহমত, দ্বিতীয় দশদিন মাগফেরাত ও শেষ দশদিন নাজাতের বলে ব্যাখ্যা করা হয়। এই নিয়ে হাদিস নিয়ে যেহেতু সন্দেহ আছে সেহেতু শতভাগ বিশ্বাস করা যায় না। কারণ, একটু যদি দেখেন—আল্লাহ কি শুধু প্রথম ১০ দিনেই রহমত দেন? এরপর তি শেষ? এ ছাড়া শেষ ১০ দশকে নাকি নাজাত। তাহলে কি আল্লাহ বাকি ২০ দিন আল্লাহ মাফ করেন না? না এমনটি নয়। আমরা বলতে পারি, পুরো মাসটিই রহমতের, পুরো মাসটিই নাজাতের।