আপনার জিজ্ঞাসা

অসুস্থ ব্যক্তির ওপর রোজা ফরজ কি না?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবুল কালাম আজাদ বাশার। 

আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের প্রথম পর্বে একজন জানতে চেয়েছেন, অসুস্থ ব্যক্তির ওপর রোজা ফরজ কি না? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।    

প্রশ্ন : অসুস্থ ব্যক্তির ওপর রোজা ফরজ কি না? আমার দাদির বয়স ১০০ বছরের ওপরে। উনার জ্ঞানও নেই সেভাবে। 

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সালাতের ব্যাপারটা হচ্ছে যে, উনার যদি হুঁশ না থাকে বা না বুঝতে পারেন তাহলে তার ওপর সালাত ফরজ হবে না। উনাকে এখন যদি গাইড করা যায় বা পরিবারের কেউ যদি পড়ায় তাহলে সেভাবে পড়াতে পারবেন। মানে উনি অনুসরণ করবেন। আর সিয়ামের ব্যাপারে যেটা বলব, সেটা হলো যেহেতু উনার জ্ঞান নেই সে জন্য তার সন্তানরা ফিদিয়া দিয়ে দিতে পারেন। প্রতিটা রোজার বিপরীতে একজন গরিব-মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিক। দুই বেলা দিলে সওয়াব বেশি পেল। আবার গরিবও উপকার পেল। এটা সামর্থ্যের ওপর নির্ভর করছে।